Md Abul Bashar Helal

Chairman's Speech
Md Abul Bashar Helal

চেয়ারম্যানের বানী

মুহতারাম,  আস্সালামু আলাইকুম,
আমরা মুসলিম হিসাবে বিশ্বাস করি আমাদের সন্তান আল্লাহর সবচেয়ে বড় নিআ’মত এবং আমানত। প্রত্যেকটি শিশু সন্তানকে বালেগ হওয়ার পূর্বেই ইলমে দ্বীনি তথা আল কুরআন দিয়ে। আমরা যদি আমাদের সন্তানদেরকে বালেগ হওয়ার পূর্বেই দ্বীনি শিক্ষা না দেই তাহলে তাদের সকল অন্যায় ও পাপের জন্য আমাদেরকেই দায়ভার গ্রহণ করতে হবে। আমরা দুনিয়াবী শিক্ষার জন্য মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান খোঁজ করি। পক্ষান্তরে দ্বীনি শিক্ষার ব্যাপারে অসচেতন, অতএব, আপনার সন্তানের সহীহ কুরআন শিক্ষা ও দ্বীনি শিক্ষা আন্তর্জাতিক মানসম্পন্ন ভাবে উপহার দেয়ার জন্যে আমরা চেষ্টা করছি। ইনশাআল্লাহ।

                                         লক্ষ্য
খাঁটি মুসলিম, প্রকৃত দেশ প্রেমিক ও বিশ্বমানের যোগ্যতা অর্জন।
                                          উদ্দেশ্যঃ-
আল্লাহর সন্তুষ্টি অর্জন মানবতার কল্যাণে খেদমত, দুনিয়ার শান্তি ও আখিরাতের মুক্তি।